কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩. হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়
হাদীস নং: ৩৬৮
আন্তর্জাতিক নং: ৩৬৮
হলদে রং মেটে এবং রং
৩৬৮। আমর ইবনে যুরারা (রহঃ ......... মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেনঃ আমরা হলদে রং এবং মেটে রং এর রক্তকে হায়যের কোন বস্তু মনে করতাম না।
باب الصفرة والكدرة
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ كُنَّا لاَ نَعُدُّ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا .


বর্ণনাকারী: