কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩. হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৩
আন্তর্জাতিক নং: ৩৫৩
যে নারীর প্রতি মাসে হায়েজের দিন নির্দিষ্ট থাকে
৩৫৩। ইমাম নাসায়ী বলেন কুতায়বা (রাহঃ) উল্লেখ করেছেন কিন্তু সেখানে হাদীসের অন্যতম রাবী জাফার ইবনু রবী’আহ্ (রাহঃ)-এর উল্লেখ নেই।
المرأة يكون لها أيام معلومة تحيضها كل شهر
وَأَخْبَرَنَا بِهِ قُتَيْبَةُ مَرَّةً أُخْرَى وَلَمْ يَذْكُرْ فِيهِ جَعْفَرَ بْنَ رَبِيعَةَ
