কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২. পানির যাবতীয় বিধান

হাদীস নং: ৩৪৫
আন্তর্জাতিক নং: ৩৪৫
একজন লোকের ওজু ও গোসলের জন্য কতটুকু পানি প্রয়োজন
৩৪৬। আমর ইবনে আলী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক মাককূক পানি দ্বারা উযু করতেন এবং পাঁচ মাককূক পানি দ্বারা গোসল করতেন।
باب القدر الذي يكتفي به الإنسان من الماء للوضوء والغسل
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسَةِ مَكَاكِيَّ .

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু-গোসলের সময় যথা সম্ভব পানি কম খরচ করা এবং অপচয় রোধ করা একান্ত জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/১৫৮)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৪৫ | মুসলিম বাংলা