কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৬৮
আন্তর্জাতিক নং: ২৬৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
জুনুব ব্যক্তিকে স্পর্শ করা ও তার সঙ্গে বসা
২৬৯। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর জানাবাত অবস্থায় তাঁর সঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) এর দেখা হল। (হুযাইফা বলেন) রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে আসছেন দেখে আমি বললাম, আমি জানাবাত অবস্থায় আছি। তিনি [রাসূলুল্লাহ (ﷺ)] বললেনঃ মুসলমান নাপাক হয় না।
كتاب الطهارة
باب مماسة الجنب ومجالسته
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَهُ وَهُوَ جُنُبٌ . فَأَهْوَى إِلَىَّ فَقُلْتُ إِنِّي جُنُبٌ فَقَالَ " إِنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ "
বর্ণনাকারী: