কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২২৬
আন্তর্জাতিক নং: ২২৬
পুরুষের গোসলের জন্য কি পরিমাণ পানির প্রয়োজন হয়
২২৭। মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) ......... মুসা জুহানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুজাহিদ (রাহঃ) এর নিকট একটি পেয়ালা আনা হল, আমার অনুমান তাতে আট রতল* পানি হবে। পরে তিনি বললেনঃ আমাকে আয়িশা (রাযিঃ) বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এ পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
باب ذكر القدر الذي يكتفي به الرجل من الماء للغسل
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُوسَى الْجُهَنِيِّ، قَالَ أُتِيَ مُجَاهِدٌ بِقَدَحٍ حَزَرْتُهُ ثَمَانِيَةَ أَرْطَالٍ فَقَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ بِمِثْلِ هَذَا .
সুনানে নাসায়ী - হাদীস নং ২২৬ | মুসলিম বাংলা