কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১৯
আন্তর্জাতিক নং: ২১৯
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়
২২০। আবুল আশআছ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। আবু হুবায়শের কন্যা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি পাক হই না, অতএব আমি কি নামায ত্যাগ করব? তিনি বললেনঃ না, এটা একটা শিরামাত্র (যা হতে রক্ত নির্গত হয়)। খালিদ বললেনঃ আমি তার নিকট যা পাঠ করেছি তাহলো, তা হায়য নয়, অতএব যখন হায়য আসে তখন নামায ছেড়ে দিবে আর যখন শেষ হয়ে যায় তখন গোসল করে নামায আদায় করবে।
باب الفرق بين دم الحيض والاستحاضة
أَخْبَرَنَا أَبُو الأَشْعَثِ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ بِنْتَ أَبِي حُبَيْشٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَطْهُرُ أَفَأَتْرُكُ الصَّلاَةَ قَالَ " لاَ إِنَّمَا هُوَ عِرْقٌ " . قَالَ خَالِدٌ فِيمَا قَرَأْتُ عَلَيْهِ " وَلَيْسَتْ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي "
সুনানে নাসায়ী - হাদীস নং ২১৯ | মুসলিম বাংলা