কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৬
আন্তর্জাতিক নং: ২১৬
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়
২১৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। ফাতেমা বিনতে আবু হুবায়শ (রাযিঃ) এর ইস্তিহাযা হলে রাসূলুল্লাহ(ﷺ) তাঁকে বললেনঃ হায়যের রক্ত কাল বর্ণের হয়ে থাকে যা সহজে চেনা যায়। যখন এ রক্ত দেখা দেবে তখন নামায থেকে বিরত থাকবে, আর যখন অন্য রক্ত দেখা দেবে তখন উযু করবে এবং নামায আদায় করবে।
আবু আব্দুর রহমান বলেন, এ হাদীসটি অনেকেই বর্ণনা করেছেন, তবে ইবনে আবী আদী যা উল্লেখ করেছেন, ″হায়যের রক্ত কালো যা সহজে চেনা যায়″ অন্য আর কেউ তা উল্লেখ করেননি। আল্লাহই ভাল জানেন।
আবু আব্দুর রহমান বলেন, এ হাদীসটি অনেকেই বর্ণনা করেছেন, তবে ইবনে আবী আদী যা উল্লেখ করেছেন, ″হায়যের রক্ত কালো যা সহজে চেনা যায়″ অন্য আর কেউ তা উল্লেখ করেননি। আল্লাহই ভাল জানেন।
باب الفرق بين دم الحيض والاستحاضة
قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، هَذَا مِنْ كِتَابِهِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، مِنْ حِفْظِهِ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكِ فَأَمْسِكِي عَنِ الصَّلاَةِ وَإِذَا كَانَ الآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي " .
قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ لَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ مَا ذَكَرَهُ ابْنُ أَبِي عَدِيٍّ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ
قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ لَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ مَا ذَكَرَهُ ابْنُ أَبِي عَدِيٍّ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ
