কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৯৬
আন্তর্জাতিক নং: ১৯৬
পুরুষের ন্যায় স্ত্রীলোক স্বপ্ন দেখলে তার গোসল করা
১৯৬। কাসির ইবনে উবাইদ (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত। আয়িশা (রাযিঃ) তাঁকে সংবাদ দিলেন যে, উম্মে সুলাইমান রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে কথা বলেছিলেন তখন আয়িশা (রাযিঃ) উপবিষ্ট ছিলেন। উম্মে সুলাইমান বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ সত্যের ব্যাপারে লজ্জা করেন না, আমাকে বলুন, কোন নারী যদি স্বপ্নে এমন কিছু দেখে যা পুরুষ দেখে থাকে, এতে কি তারও গোসল করতে হবে? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হ্যাঁ। আয়িশা (রাযিঃ) বলেনঃ আমি তাঁকে বললাম, ধিক তোমায়! নারীও কি তা দেখে? তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে লক্ষ্য করে বললেনঃ তোমার হাত ধুলো-মলিন হোক, তা না হলে সন্তান মাতার মত হয় কি করে?
غسل المرأة ترى في منامها ما يرى الرجل
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ سُلَيْمٍ كَلَّمَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَعَائِشَةُ جَالِسَةٌ فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ الْمَرْأَةَ تَرَى فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَفَتَغْتَسِلُ مِنْ ذَلِكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ " . قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا أُفٍّ لَكِ أَوَتَرَى الْمَرْأَةُ ذَلِكِ فَالْتَفَتَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " تَرِبَتْ يَمِينُكِ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ " .

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, বীর্যপাত হওয়া স্বপ্নে দেখলেই শুধু হবে না ঘুম থেকে উঠে যদি বাস্তবে বীর্যপাত হওয়া পরিলক্ষিত হয় তাহলে গোসল জরুরী হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৬৪) হযরত উম্মে সালামা রা. থেকেও একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. ইরশাদ করেছেন: স্বপ্নদোষে বীর্যপাত হলে গোসল ফরয হবে। (বুখারী: ২৭৮)
সুনানে নাসায়ী - হাদীস নং ১৯৬ | মুসলিম বাংলা