কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৪৬
আন্তর্জাতিক নং: ১৪৬
আদেশ অনুযায়ী যে ব্যক্তি ওযু করে তার সাওয়াব
১৪৬। কুতায়বা (রাহঃ) ......... উসমান (রাযিঃ) এর আযাদকৃত দাস হুমরান (রাহঃ) থেকে বর্ণিত। উসমান (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে এবং পরে নামায আদায় করে, তার এ নামায ও পরবর্তী নামায আদায়ের মধ্যবর্তী সময়ের পাপ মাফ করে দেওয়া হবে।
ثواب من توضأ كما أمر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ، - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يُصَلِّي الصَّلاَةَ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ الأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا " .


বর্ণনাকারী: