কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫১
আন্তর্জাতিক নং: ৫১
ইস্তিনজার পর হাত মাটিতে ঘষা
৫১। আহমদ ইবনে সাব্বাহ (রাহঃ) ......... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি পায়খানা-পেশাবের স্থানে গেলেন এবং প্রয়োজন সমাধা করলেন। তারপর বললেন, হে জারীর! পানি আন, আমি তাঁকে পানি এনে দিলাম। তিনি পানি দ্বারা পবিত্রতা অর্জন করেন এবং হাত মাটিতে ঘষেন।
باب دلك اليد بالأرض بعد الاستنجاء
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، - يَعْنِي ابْنَ حَرْبٍ - قَالَ حَدَّثَنَا أَبَانُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَى الْخَلاَءَ فَقَضَى الْحَاجَةَ ثُمَّ قَالَ " يَا جَرِيرُ هَاتِ طَهُورًا " . فَأَتَيْتُهُ بِالْمَاءِ فَاسْتَنْجَى بِالْمَاءِ وَقَالَ بِيَدِهِ فَدَلَكَ بِهَا الأَرْضَ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ هَذَا أَشْبَهُ بِالصَّوَابِ مِنْ حَدِيثِ شَرِيكٍ وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অধিক পরিচ্ছন্নতা অর্জন ও দুর্গন্ধ দূরীকরণের উদ্দেশ্যে ইসিত্মঞ্জার পরে মাটিতে হাত ঘসতে হয়। আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৪৯) বর্তমান সময় উক্ত উদ্দেশ্য আরো পরিপূর্ণরূপে হাসিল করতে মাটির পরিবর্তে সাবান বা লিক্যুইড হ্যান্ডওয়াশ ব্যবহার করা যেতে পারে।
সুনানে নাসায়ী - হাদীস নং ৫১ | মুসলিম বাংলা