কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫০
আন্তর্জাতিক নং: ৫০
ইস্তিনজার পর হাত মাটিতে ঘষা
৫০। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক মুখাররামী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ইস্তিনজা করার পর মাটিতে হাত ঘষেন এবং উযু করেন।
باب دلك اليد بالأرض بعد الاستنجاء
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَلَمَّا اسْتَنْجَى دَلَكَ يَدَهُ بِالأَرْضِ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অধিক পরিচ্ছন্নতা অর্জন ও দুর্গন্ধ দূরীকরণের উদ্দেশ্যে ইসিত্মঞ্জার পরে মাটিতে হাত ঘসতে হয়। আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৪৯) বর্তমান সময় উক্ত উদ্দেশ্য আরো পরিপূর্ণরূপে হাসিল করতে মাটির পরিবর্তে সাবান বা লিক্যুইড হ্যান্ডওয়াশ ব্যবহার করা যেতে পারে।
