কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫০৫৮
আন্তর্জাতিক নং: ৫১৪৮
১২৯. ইয়াতীমদের প্রতিপালনের মর্যাদা- সম্পর্কে।
৫০৫৮. ইউসুফ ইবনে মুসা (রাহঃ) .... সুহাঈল (রাহঃ) এরূপ বর্ণনা করেছেন। তিনি আরো বলেছেনঃ যার তিনটি বোন বা তিনটি মেয়ে থাকবে, দু’টি বোন বা দু’টি মেয়ে থাকবে তার জন্যও জান্নাত ওয়াজিব।
باب فِي فَضْلِ مَنْ عَالَ يَتَامَى
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَاهُ قَالَ " ثَلاَثُ أَخَوَاتٍ أَوْ ثَلاَثُ بَنَاتٍ أَوْ بِنْتَانِ أَوْ أُخْتَانِ " .

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস ও তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেখুন ৫০৫৭ নং হাদীসে
.
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৫৮ | মুসলিম বাংলা