কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫০৩৬
আন্তর্জাতিক নং: ৫১২৪
১২০. যাকে ভালবাসবে, তাকে সে খবর দেবে- এ সম্পর্কে।
৫০৩৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... মিকদাম ইবনে মা’দীকারাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার কোন ভাইকে ভালবাসে, তখন সে যেন তাকে বলেঃ আমি তোমাকে ভালবাসি।
باب إِخْبَارِ الرَّجُلِ الرَّجُلَ بِمَحَبَّتِهِ إِيَّاهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَوْرٍ، قَالَ حَدَّثَنِي حَبِيبُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، - وَقَدْ كَانَ أَدْرَكَهُ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ " .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছটির মূল বিষয় হলো, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তাকে তা জানিয়ে দেওয়া চাই।

হযরত আনাস রাযি. বর্ণিত এক হাদীসে আছে যে, এক সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক গমনরত ব্যক্তি সম্পর্কে যখন জানালেন যে, তিনি তাকে ভালোবাসেন, তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে সম্পর্কে অবগত করতে বললেন। তখন সাহাবী উঠে ওই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে বললেন- إِنِّي أُحِبُّكَ فِي اللَّهِ (আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি)।

উত্তরে সে ব্যক্তি বললেন- أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ (তুমি যার জন্য আমাকে ভালোবাস, তিনিও তোমাকে ভালোবাসুন)।
এর দ্বারা জানা গেল, কাউকে ভালোবাসলে কী বলে তাকে সে সম্পর্কে অবহিত করবে এবং সেই ব্যক্তি তার উত্তরে কী বলবে। আরবী জানলে তো আরবীতে বলাই ভালো, নয়তো নিজ ভাষায়ই বলবে।

ভালোবাসার ব্যক্তিকে ভালোবাসা সম্পর্কে অবহিত করা, এ নববী শিক্ষাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিভিন্ন হাদীছ দ্বারা জানা যায়, আল্লাহর জন্য পরস্পরে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা ঈমানের দাবি। এর দ্বারা ঈমান পরিপূর্ণতা পায়। তবে এক মুসলিমের অন্য মুসলিমকে ভালোবাসলেই কাজ শেষ হয়ে যায় না। সে ভালোবাসাকে স্থায়ী ও গভীর করার চেষ্টাও জরুরি। অন্যথায় যে-কোনও সময় সে সম্পর্ক ভেঙ্গেও যেতে পারে; বরং তার পরিবর্তে জন্ম নিতে পারে শত্রুতা, যা ঈমান-আমলের জন্য ধ্বংসাত্মক।

যেসব কাজ দ্বারা পারস্পরিক মহব্বত ও ভালোবাসা অধিকতর গভীর ও স্থায়ী হয়, তার একটি হচ্ছে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া। এতে করে যাকে ভালোবাসা হয় সে খুশি হয়। তাতে তার অন্তরেও ভালোবাসা জন্মায়। ভালোবাসা যখন উভয়দিক থেকেই হয়, তখন তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং তা সাধারণত স্থায়ী হয়।

হাদীছ থেকে শিক্ষণীয়ঃ

ক. যাকে ভালোবাসা হয় তাকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া চাই।

খ. যাকে ভালোবাসার কথা জানানো হয়, তার উচিত সে ভালোবাসার মূল্যায়ন করা এবং এই দু'আর মাধ্যমে তাকে সম্বর্ধিত করা যে- তুমি যার জন্য আমাকে ভালোবাস, সেই আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসুন ।

গ. ভদ্রতা ও সৌজন্যবোধও যে ইসলামী শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ, এ হাদীছ দ্বারা তা উপলব্ধি করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৩৬ | মুসলিম বাংলা