কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৯৬০
আন্তর্জাতিক নং: ৫০৪৪
১০৩. শোবার সময় কোন দিক মুখ ফিরিয়ে শোবে সে সম্পর্কে।
৪৯৬০. মুসাদ্দাদ (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ)-এর বংশের কেউ বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ)-এর বিছানা এভাবে বিছানো হতো, যেন কোন মানুষকে কবরে রাখা হচ্ছে। আর মসজিদ থাকতো তাঁর মাথার দিকে।
باب كَيْفَ يَتَوَجَّهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ بَعْضِ، آلِ أُمِّ سَلَمَةَ قَالَ كَانَ فِرَاشُ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوًا مِمَّا يُوضَعُ الإِنْسَانُ فِي قَبْرِهِ وَكَانَ الْمَسْجِدُ عِنْدَ رَأْسِهِ .
