আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৫৬
১২৮১. ওয়াসওয়াসা ইত্যাদিকে যে সন্দেহ বলে গণ্য করে না
১৯২৮. আবু নু’আঈম (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীমের চাচা (আব্দুল্লাহ ইবনে যায়দ ইবনে আসিম) (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে, নামায আদায়কালে তার উযু ভঙ্গের কিছু হয়েছে বলে মনে হয়, এতে কি সে নামায ছেড়ে দেবে? তিনি বলেন, না, যতক্ষণ না সে আওয়াজ শোনে বা দুর্গন্ধ টের পায় অর্থাৎ নিশ্চিত হয়। ইবনে আবু হাফসা (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন, তুমি গন্ধ না পেলে অথবা আওয়াজ না শুনলে উযু করবে না।
