কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৯১৭
আন্তর্জাতিক নং: ৫০০১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।
৪৯১৭. সাফওয়ান ইবনে সালিহ (রাহঃ) ..... উছমান ইবনে আবু আতিকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আওফ (রাযিঃ) এ কারণে এরূপ জিজ্ঞাসা করেন যে, তাঁবুটি ছিল খুবই ছোট।
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي . مِنْ صِغَرِ الْقُبَّةِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: