কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৯০
আন্তর্জাতিক নং: ৪৯৭৪
৮০. আংগুরকে ’কারম’ না বলা এবং সাবধানে কথাবার্তা বলা- সম্পর্কে।
৪৮৯০. সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আঙ্গুরকে ’কারম’ বলবে না; কেননা, ’কারম’ বলা হয় মুসলিম পুরুষকে; বরং তোমরা বলবেঃ ইনাব বা আঙ্গুরের বাগান।*

* জাহিলী যুগের লোকেরা আঙ্গুরকে 'কারম’ বলতো। তাদের ধারণা ছিল আঙ্গুরের শরাব পান করলে মানুষের মধ্যে দাতার গুণ সৃষ্টি হয়। ইসলামে শরাব হারাম হওয়ার কারণে নবী (ﷺ) এরূপ শব্দ ব্যবহার করতে নিষেধ করেন। - অনুবাদক
باب فِي الْكَرْمِ وَحِفْظِ الْمَنْطِقِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمَ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ وَلَكِنْ قُولُوا حَدَائِقَ الأَعْنَابِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৮৯০ | মুসলিম বাংলা