কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৭৫
আন্তর্জাতিক নং: ৪৯৫৯
৬৮. খারাপ নাম পরিবর্তন করে ভাল নাম রাখা সম্পর্কে।
৪৮৭৫. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে গোলামদের চারটি নাম রাখতে নিষেধ করেছেন; আর তা হলোঃ আফলাহ, ইয়াসার, নাফি ও রাবাহ।
باب فِي تَغْيِيرِ الاِسْمِ الْقَبِيحِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا أَرْبَعَةَ أَسْمَاءٍ أَفْلَحَ وَيَسَارًا وَنَافِعًا وَرَبَاحًا .

হাদীসের ব্যাখ্যা:

কেননা তুমি হয়তো তোমার গোলামকে এই নামে ডাক দিবে, তখন অপর দিক থেকে জবাব আসবে এখানে [সফল, সহজ, উপকারী, লাভবান] নেই। অথচ এমন অশোভন উত্তর কাম্য নয়।
মুসলিম বাংলা হাদীস বিভাগ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন