কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৮৭০
আন্তর্জাতিক নং: ৪৯৫৪
৬৮. খারাপ নাম পরিবর্তন করে ভাল নাম রাখা সম্পর্কে।
৪৮৭০. মুসাদ্দাদ (রাহঃ) ..... উসামা ইবনে আখদারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসে, যার মধ্যে এক ব্যক্তির নাম ছিল, আসরাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার নাম কি? সে ব্যক্তি বলেঃ আমার নাম হলো আসরাম। তখন নবী (ﷺ) বলেনঃ বরং তুমি হলে, যার’আ।
باب فِي تَغْيِيرِ الاِسْمِ الْقَبِيحِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - قَالَ حَدَّثَنِي بَشِيرُ بْنُ مَيْمُونٍ، عَنْ عَمِّهِ، أُسَامَةَ بْنِ أَخْدَرِيٍّ أَنَّ رَجُلاً، يُقَالُ لَهُ أَصْرَمُ كَانَ فِي النَّفَرِ الَّذِينَ أَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا اسْمُكَ " . قَالَ أَنَا أَصْرَمُ . قَالَ " بَلْ أَنْتَ زُرْعَةُ " .


বর্ণনাকারী: