কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮২৯
আন্তর্জাতিক নং: ৪৯০৯
৫২. জালিমের উপর বদ - দুআ সস্পর্কে।
৪৮২৯. ইবনে মুআয (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তার কিছু চুরি হয়ে গেলে এজন্য চোরকে বদ দুআ দিতে থাকেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেনঃ তুমি চোরের শাস্তি কমিও না, (অর্থাৎ বদ-দুআ করে তার শাস্তি কমিও না।)
باب فِيمَنْ دَعَا عَلَى مَنْ ظَلَمَ
حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سُرِقَ لَهَا شَىْءٌ فَجَعَلَتْ تَدْعُو عَلَيْهِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُسَبِّخِي عَنْهُ " .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৮২৯ | মুসলিম বাংলা