কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮১৮
আন্তর্জাতিক নং: ৪৮৯৮
৪৭. প্রতিশোধ গ্রহণ সম্পর্কে।
৪৮১৮. উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ..... ইবনে আওন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি ইনতিসার বা প্রতিশোধ গ্রহণের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করি, যেমন কুরআনে আছেঃ আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের কোন অপরাধ নেই। তখন আমার কাছে আলী ইবনে যায়দ ইবনে জাদআন তার পিতার স্ত্রী উম্মু মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন। ইবনে আওন (রাহঃ) বলেনঃ লোকদের ধারণা, তিনি উম্মুল মু’মিমীন আয়িশা (রাযিঃ)-এর কাছে যাতায়াত করতেন। রাবী বলেনঃ আয়িশা (রাযিঃ) বলেছেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) সে সময় আমার কাছে আসেন, যখন সেখানে যয়নাব বিনতে জাহাশ (রাযিঃ) উপস্থিত ছিলেন।

নবী (ﷺ) তাঁর হাত দিয়ে আমাকে চিমটি দিলে, আমি তাকে এরূপ করতে নিষেধ করি, এমন কি আমি তাঁর হাতকে সরিয়ে দেই। তা দেখে যয়নাব (রাযিঃ) আয়িশা (রাযিঃ)-এর প্রতি কটুক্তি করলে নবী করীম (ﷺ) তাকে এরূপ করতে নিষেধ করেন। কিন্তু যয়নাব (রাযিঃ)-এর প্রতি কর্ণপাত না করলে নবী (ﷺ) আয়িশা (রাযিঃ)-কে তাঁর কটুক্তি জবাব দেয়ার অনুমতি দেন। তখন আয়িশা (রাযিঃ) যয়নাব (রাযিঃ)-এর কটুক্তির জবাব দেন এবং তাঁর উপর বিজয়ী হয়। তখন যয়নাব (রাযিঃ) আলী (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে অভিযোগ পেশ করেন যে, আয়িশা (রাযিঃ) আপনার খান্দান (বনু-হাশিম) সম্পর্কে এরূপ কটাক্ষ করেছেন। যা শুনে ফাতিমা (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হন (অভিযোগ পেশের জন্য।)

তখন নবী (ﷺ) ফাতিমা (রাযিঃ)-কে বলেনঃ কাবাব রবের কসম! সে (আয়িশা) তো তোমরা পিতার খুবই প্রিয় বিবি। (কাজেই, সে যদি কিছু বলে থাকে তবে তা ভুলে যাও এবং তাকে ক্ষমা কর।) এরপর ফাতিমা (রাযিঃ) ফিরে গিয়ে বনু হাশিমকে বলেনঃ আমি নবী (ﷺ)-কে এরূপ বলায়, তিনি আমাকে এরূপ বলেছেন। এরপর আলী (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে সে ব্যাপারে কথাবার্তা বলেন।
باب فِي الاِنْتِصَارِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، - الْمَعْنَى وَاحِدٌ - قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ كُنْتُ أَسْأَلُ عَنْ الاِنْتِصَارِ، ( وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ ) فَحَدَّثَنِي عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ أُمِّ مُحَمَّدٍ امْرَأَةِ أَبِيهِ قَالَ ابْنُ عَوْنٍ وَزَعَمُوا أَنَّهَا كَانَتْ تَدْخُلُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ قَالَتْ أُمُّ الْمُؤْمِنِينَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَنَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَجَعَلَ يَصْنَعُ شَيْئًا بِيَدِهِ فَقُلْتُ بِيَدِهِ حَتَّى فَطَنْتُهُ لَهَا فَأَمْسَكَ وَأَقْبَلَتْ زَيْنَبُ تَقْحَمُ لِعَائِشَةَ رضى الله عنها فَنَهَاهَا فَأَبَتْ أَنْ تَنْتَهِيَ فَقَالَ لِعَائِشَةَ " سُبِّيهَا " فَسَبَّتْهَا فَغَلَبَتْهَا فَانْطَلَقَتْ زَيْنَبُ إِلَى عَلِيٍّ رضى الله عنه فَقَالَتْ إِنَّ عَائِشَةَ رضى الله عنها وَقَعَتْ بِكُمْ وَفَعَلَتْ . فَجَاءَتْ فَاطِمَةُ فَقَالَ لَهَا " إِنَّهَا حِبَّةُ أَبِيكِ وَرَبِّ الْكَعْبَةِ " . فَانْصَرَفَتْ فَقَالَتْ لَهُمْ إِنِّي قُلْتُ لَهُ كَذَا وَكَذَا فَقَالَ لِي كَذَا وَكَذَا . قَالَ وَجَاءَ عَلِيٌّ رضى الله عنه إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَلَّمَهُ فِي ذَلِكَ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৮১৮ | মুসলিম বাংলা