আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৫- ই'তিকাফ অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৪৪
১২৭৪. রমযানের মাঝের দশকে ই’তিকাফ করা।
১৯১৬। আব্দুল্লাহ ইবনে আবু শাঈবা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রতি রমযানে দশ দিনের ই’তিকাফ করতেন। যে বছর তিনি ইন্‌তিকাল করেন, সে বছর তিনি বিশ দিনের ই’তিকাফ করেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন