কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৭৯৩
আন্তর্জাতিক নং: ৪৮৬৯
৩৬. একজনের কথা অপরজনকে না বলা- সম্পর্কে।
৪৭৯৩. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যক্তি তার মজলিসের কথোপকথনের ব্যাপারে আমানতদার। তবে তিন সময় তা প্রকাশ করা যায়। তা হলোঃ

(১) যেখানে না-হকভাবে রক্ত প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে,
(২) ইযযত ও সম্ভ্রমহানীকর আলোচনা-কূপরামর্শ হয়ে থাকে, এবং
(৩) যেখানে না-হকভাবে কারো সম্পদ লুন্ঠিত হওয়ার আশঙ্কা থাকে। (অর্থাৎ এরূপ কারণ ঘটলে তা প্রকাশে দোষ নেই; বরং এতে মুসলমানের জান-মাল রক্ষা পায় এবং নিরাপত্তা বিধিত হয়)
باب فِي نَقْلِ الْحَدِيثِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ أَخِي، جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَجَالِسُ بِالأَمَانَةِ إِلاَّ ثَلاَثَةَ مَجَالِسَ سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ أَوِ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ " .