আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৫- ই'তিকাফ অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৪২
১২৭২. যিনি ই’তিকাফকারীর জন্য রোযা পালন জরুরী মনে করেন না।
১৯১৪। ইসমাঈল ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে এক রাত ই’তিকাফ করার মান্নত করেছিলাম। নবী (ﷺ) তাঁকে বললেনঃ তোমার মান্নত পুরা কর। তিনি এক রাতের ই’তিকাফ করলেন।
