আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৫- ই'তিকাফ অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৩৯
১২৬৯. ই’তিকাফকারীর নিজের উপর সৃষ্ট সন্দেহ অপনোদন করা।
১৯১১। ইসমাঈল ইবনে আব্দুল্লাহ (রাহঃ) এবং আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... সাফিয়্যা (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) এর ই’তিকাফ অবস্থায় একবার তিনি তাঁর সঙ্গে সাক্ষাত করতে আসেন। তিনি যখন ফিরে যান তখন নবী (ﷺ) তাঁর সাথে কিছুদূর হেঁটে আসেন। ঐ সময়ে এক আনসার ব্যক্তি তাঁকে দেখতে পায়। তিনি যখন তাকে দেখতে পেলেন তখন তাকে ডাক দিলেন ও বললেনঃ এসো, এ তো সাফিয়্যা বিনতে হুয়াই। শয়তান মানবদেহে রক্তের মত চলাচল করে থাকে। রাবী বলেন, আমি সুফিয়ান (রাহঃ) কে বললাম, তিনি রাতে এসেছিলেন? তিনি বললেন, রাতে ছাড়া আর কি?