কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৭২৯
আন্তর্জাতিক নং: ৪৮০৪
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১০. তোশামোদের অপকারিতা সম্পর্কে।
৪৭২৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি এসে উছমান (রাযিঃ)-এর সামনে তার প্রশংসা করতে থাকে। তখন মিকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ) এক মুঠো মাটি নিয়ে তার মুখে নিক্ষেপ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি প্রশংসাকারীর সাথে মিলিত হবে, (অর্থাৎ কেউ যখন তোমার প্রশংসা করবে), তখন তুমি তার মুখে মাটি নিক্ষেপ করবে।
كتاب الأدب
باب فِي كَرَاهِيَةِ التَّمَادُحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ جَاءَ رَجُلٌ فَأَثْنَى عَلَى عُثْمَانَ فِي وَجْهِهِ فَأَخَذَ الْمِقْدَادُ بْنُ الأَسْوَدِ تُرَابًا فَحَثَا فِي وَجْهِهِ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا لَقِيتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ " .