আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৫- ই'তিকাফ অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৩৪
১২৬৪. মসজিদের অভ্যন্তরে তাঁবু খাটানো।
১৯০৬। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ই’তিকাফ করার ইচ্ছা করলেন। এরপর যে স্থানে ই’তিকাফ করার ইচ্ছা করেছিলেন সেখানে এসে কয়েকটি তাঁবু দেখতে পেলেন। (তাঁবুগুলো হল নবী সহধর্মিণী) আয়িশা (রাযিঃ), হাফসা (রাযিঃ) ও যায়নাব (রাযিঃ) এর তাঁবু। তখন তিনি বললেনঃ তোমরা কি এগুলো দিয়ে নেকী হাসিলের ধারণা কর? এরপর তিনি চলে গেলেন আর ই’তিকাফ করলেন না। পরে শাওয়াল মাসে দশ দিনের ই’তিকাফ করলেন।
