কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৬৬৭
আন্তর্জাতিক নং: ৪৭৪০
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
২৩. শাফা’আত সস্পর্কে।
৪৬৬৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ মুহাম্মাদ (ﷺ)-এর শাফা’আতে কিছু লোক জাহান্নাম থেকে বের হবে এবং জান্নাতে প্রবেশ করবে। তাদের জাহান্নামী হিসাবে আখ্যায়িত করা হবে।
كتاب السنة
باب فِي الشَّفَاعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : " يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ فَيَدْخُلُونَ الْجَنَّةَ وَيُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ " .
হাদীসের ব্যাখ্যা:
জাহান্নাম থেকে পরিত্রাণ লাভকারীদেরকে জাহান্নামী উপাধি প্রদান করার মধ্যে কোনরূপ অবজ্ঞা বা অবমাননা থাকবে না। বরং এ ধরনের সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের প্রেম ও ভালবাসার ইঙ্গিত থাকবে। তাতে তারা আনন্দিত হবে।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)