কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৬৪১
আন্তর্জাতিক নং: ৪৭১৬
১৮. মুশরিকদের সন্তান-সন্ততি সম্পর্কে।
৪৬৪১. হাসান ইবনে আলী (রাহঃ) ..... হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হাম্মাদ ইবনে সালামা (রাযিঃ)-কে ″প্রত্যেক মানব শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে″ এ হাদীসের ব্যাখ্যায় বলতে শুনিঃ যখন আল্লাহ তাদের থেকে, তার মাতা-পিতার ঔরসে থাকাবস্থায় অঙ্গীকার গ্রহণ করেন, তখন তিনি বলেনঃ আমি কি তোমাদের রব নই? তারা বলেছিলঃ হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব।
باب فِي ذَرَارِيِّ الْمُشْرِكِينَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ سَمِعْتُ حَمَّادَ بْنَ سَلَمَةَ، يُفَسِّرُ حَدِيثَ " كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ " . قَالَ هَذَا عِنْدَنَا حَيْثُ أَخَذَ اللَّهُ عَلَيْهِمُ الْعَهْدَ فِي أَصْلاَبِ آبَائِهِمْ حَيْثُ قَالَ ( أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى ) .
