কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৫৯১
আন্তর্জাতিক নং: ৪৬৬৩
১৩. ফিতনা-ফাসাদের সময় চুপ থাকা সস্পর্কে।
৪৫৯১. হাসান ইবনে আলী (রাহঃ) .... হুজায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মুহাম্মাদ ইবনে মাসলামা (রাযিঃ) ব্যতীত আর কাউকে ফিতনার মধ্যে নিপতিত হওয়ার পর রক্ষা পেতে দেখিনি, যে ফিতনা সম্পর্কে আমি নিজেও ভীত ছিলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনি যে, (হে মুহাম্মাদ ইবনে মাসলামা), ফিতনার কারণে তোমার কোন ক্ষতি হবে না।
باب مَا يَدُلُّ عَلَى تَرْكِ الْكَلاَمِ فِي الْفِتْنَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَ حُذَيْفَةُ مَا أَحَدٌ مِنَ النَّاسِ تُدْرِكُهُ الْفِتْنَةُ إِلاَّ أَنَا أَخَافُهَا عَلَيْهِ إِلاَّ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَضُرُّكَ الْفِتْنَةُ " .


বর্ণনাকারী: