কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়

হাদীস নং: ৪৫৭৪
আন্তর্জাতিক নং: ৪৬৪৫
৯. খিলাফাত সম্পর্কে।
৪৫৭৪. কুতন ইবনে নুসায়র (রাহঃ) .... আমাশ (রাহঃ) বলেনঃ আমি হাজ্জাজের সাথে জুমআর নামায আদায় করি। তিনি খুতবা দেন। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাজ্জাজ এ খুতবায় বলেনঃ তোমরা অনুসরণ কর আল্লাহর খলীফা এবং তাঁর মনোনীত বান্দা আব্দুল মালিক ইবনে মারওয়ানের, এ ভাবেই হাদীস বর্ণিত হয়েছে।
باب فِي الْخُلَفَاءِ
حَدَّثَنَا قَطَنُ بْنُ نُسَيْرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، ح حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ شَرِيكٍ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ جَمَّعْتُ مَعَ الْحَجَّاجِ فَخَطَبَ فَذَكَرَ حَدِيثَ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ قَالَ فِيهَا فَاسْمَعُوا وَأَطِيعُوا لِخَلِيفَةِ اللَّهِ وَصَفِيِّهِ عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ وَسَاقَ الْحَدِيثَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান