কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৫৬৫
আন্তর্জাতিক নং: ৪৬৩৬
৯. খিলাফাত সম্পর্কে।
৪৫৬৫. আমর ইবনে উছমান (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আজকের রাতে একজন নেক-বখত লোককে স্বপ্ন দেখানো হয়েছে যে, আবু বকর (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সংযুক্ত করা হয়েছে; আর উমর (রাযিঃ)-কে আবু বকর (রাযিঃ)-এর সংযুক্ত করা হয়েছে এবং উছমান (রাযিঃ)-কে উমর (রাযিঃ)-এর সাথে সংযুক্ত করা হয়েছে।
রাবী জাবির (রাযিঃ) বলেনঃ যখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে গমন করি, তখন আমার মনে এরূপ উদয় হয় যে, নেককার ব্যক্তি হলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)! আর একজন অপর জনের সাথে সংযুক্ত হওয়ার অর্থ হলোঃ তাঁরা নবী (ﷺ) ঐ কাজের স্থলাভিষিক্ত হবেন, যে জন্য আল্লাহ তাআলা তাঁর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন।
রাবী জাবির (রাযিঃ) বলেনঃ যখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে গমন করি, তখন আমার মনে এরূপ উদয় হয় যে, নেককার ব্যক্তি হলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)! আর একজন অপর জনের সাথে সংযুক্ত হওয়ার অর্থ হলোঃ তাঁরা নবী (ﷺ) ঐ কাজের স্থলাভিষিক্ত হবেন, যে জন্য আল্লাহ তাআলা তাঁর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন।
باب فِي الْخُلَفَاءِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرِو بْنِ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أُرِيَ اللَّيْلَةَ رَجُلٌ صَالِحٌ أَنَّ أَبَا بَكْرٍ نِيطَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنِيطَ عُمَرُ بِأَبِي بَكْرٍ وَنِيطَ عُثْمَانُ بِعُمَرَ " . قَالَ جَابِرٌ فَلَمَّا قُمْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْنَا أَمَّا الرَّجُلُ الصَّالِحُ فَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَّا تَنَوُّطُ بَعْضِهِمْ بِبَعْضٍ فَهُمْ وُلاَةُ هَذَا الأَمْرِ الَّذِي بَعَثَ اللَّهُ بِهِ نَبِيَّهُ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ يُونُسُ وَشُعَيْبٌ لَمْ يَذْكُرَا عَمْرًا .
