কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়

হাদীস নং: ৪৫৬০
আন্তর্জাতিক নং: ৪৬৩১
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
৮. সাহাবীদের ফযীলত সস্পর্কে।
৪৫৬০. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খলীফা পাঁচজনঃ আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ), উসমান (রাযিঃ), আলী (রাযিঃ) এবং উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ)।
كتاب السنة
باب فِي التَّفْضِيلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فَارِسٍ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا عَبَّادٌ السَّمَّاكُ، قَالَ سَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ، يَقُولُ الْخُلَفَاءُ خَمْسَةٌ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَعُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ رضى الله عنهم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: