কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৫৪২
আন্তর্জাতিক নং: ৪৬১৯
৬. সুন্নতের অনুসরণ করা জরুরী।
৪৫৪২. ইবনে কাছীর (রাহঃ) .... হুমায়দ (রাহঃ) থেকে বর্ণিত যে, হাসান (রাহঃ) বলেনঃ আল্লাহর বাণীঃ এভাবেই আমি একে গুনাহগারদের অন্তরে নিক্ষেপ করি, অর্থাৎ শিরককে।
باب فِي لُزُومِ السُّنَّةِ
حَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنِ الْحَسَنِ، ( كَذَلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ ) قَالَ الشِّرْكُ .


বর্ণনাকারী: