কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৪. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪৪৫২
আন্তর্জাতিক নং: ৪৫১৭
৭. যে ব্যক্তি তার গোলামকে হত্যা করে, অথবা তার কোন অঙ্গছেদ করে, তার থেকে কি কিসাস নেয়া হয়ে?
৪৪৫২. হাসান ইবনে আলী (রাহঃ) .... কাতাদা (রাহঃ) শু’বা (রাহঃ)-এর সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এখানে এরূপ বর্ণিত হয়েতে যে, এরপর রাবী হাসান (রাহঃ) এ হাদীস ভুলে যান এবং বলেনঃ কোন স্বাধীন ব্যক্তিকে গোলামের বিনিময়ে হত্যা করা যাবে না।
باب مَنْ قَتَلَ عَبْدَهُ أَوْ مَثَّلَ بِهِ أَيُقَادُ مِنْهُ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، بِإِسْنَادِ شُعْبَةَ مِثْلَهُ زَادَ ثُمَّ إِنَّ الْحَسَنَ نَسِيَ هَذَا الْحَدِيثَ فَكَانَ يَقُولُ " لاَ يُقْتَلُ حُرٌّ بِعَبْدٍ " .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৪৫২ | মুসলিম বাংলা