কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৪১৬
আন্তর্জাতিক নং: ৪৪৭৫
৩৩. অপবাদের শাস্তি সম্পর্কে।
৪৪১৬. নুফায়লী (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) থেকে এরূপ বর্ণিত আছে। কিন্তু সেখানে আয়িশা (রাযিঃ)-এর কথা উল্লেখ নেই। রাবী বলেনঃ নবী করীম (ﷺ) দু’জন পুরুষ ও একজন স্ত্রীলোকের উপর শাস্তির বিধান জারী করেন, যারা দুর্নাম রটনায় অংশ গ্রহণ করেছিল। এদের মধ্যে ছিলেন হাসসান ইবনে ছাবিত এবং মিসতাহ ইবনে আছাছা (রাযিঃ)। নুফায়লী (রাহঃ) বলেনঃ লোকেরা যে মহিলার কথা বলতো, তিনি ছিলেন-হামনা বিনতে জাহাশ (রাযিঃ)।
باب فِي حَدِّ الْقَذْفِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، بِهَذَا الْحَدِيثِ لَمْ يَذْكُرْ عَائِشَةَ قَالَ فَأَمَرَ بِرَجُلَيْنِ وَامْرَأَةٍ مِمَّنْ تَكَلَّمَ بِالْفَاحِشَةِ حَسَّانَ بْنِ ثَابِتٍ وَمِسْطَحِ بْنِ أُثَاثَةَ . قَالَ النُّفَيْلِيُّ وَيَقُولُونَ الْمَرْأَةُ حَمْنَةُ بِنْتُ جَحْشٍ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪৪১৬ | মুসলিম বাংলা