কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৪০৬
আন্তর্জাতিক নং: ৪৪৬৫
২৮. পশুর সাথে সঙ্গম করলে তার শাস্তি সস্পর্কে।
৪৪০৬. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ পশুর সাথে সঙ্গমকারীর কোন শাস্তি নেই।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আতা (রাহঃ)ও এরূপ বর্ণনা করেছেন। আর হাকাম (রাহঃ) বলেনঃ আমার মতে তাকে চাবুক মারতে হবে, তবে সমকামীদের চাইতে তার বেত্রাদণ্ডের সাজা কিছু কম হতে হবে। রাবী হাসান (রাহঃ) বলেনঃ সে ব্যক্তির শাস্তি যিনাকারীর ন্যায়। আবু দাউদ (রাহঃ) বলেনঃ আসিম (রাহঃ) বর্ণিত হাদীস, আমর ইবনে আবু আমর (রাহঃ) এর হাদীসকে দুর্বল করে দেয়।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আতা (রাহঃ)ও এরূপ বর্ণনা করেছেন। আর হাকাম (রাহঃ) বলেনঃ আমার মতে তাকে চাবুক মারতে হবে, তবে সমকামীদের চাইতে তার বেত্রাদণ্ডের সাজা কিছু কম হতে হবে। রাবী হাসান (রাহঃ) বলেনঃ সে ব্যক্তির শাস্তি যিনাকারীর ন্যায়। আবু দাউদ (রাহঃ) বলেনঃ আসিম (রাহঃ) বর্ণিত হাদীস, আমর ইবনে আবু আমর (রাহঃ) এর হাদীসকে দুর্বল করে দেয়।
باب فِيمَنْ أَتَى بَهِيمَةً
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَنَّ شَرِيكًا، وَأَبَا الأَحْوَصِ، وَأَبَا، بَكْرِ بْنَ عَيَّاشٍ حَدَّثُوهُمْ عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي رَزِينٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَيْسَ عَلَى الَّذِي يَأْتِي الْبَهِيمَةَ حَدٌّ . قَالَ أَبُو دَاوُدَ كَذَا قَالَ عَطَاءٌ وَقَالَ الْحَكَمُ أَرَى أَنْ يُجْلَدَ وَلاَ يَبْلُغَ بِهِ الْحَدَّ . وَقَالَ الْحَسَنُ هُوَ بِمَنْزِلَةِ الزَّانِي . قَالَ أَبُو دَاوُدَ حَدِيثُ عَاصِمٍ يُضَعِّفُ حَدِيثَ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو .
