কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৩৯৬
আন্তর্জাতিক নং: ৪৪৫৩ - ৪৪৫৪
২৪. ইয়াহুদী নারী-পুরুষের রজম সম্পর্কে।
৪৩৯৬. ওয়াহাব ইবনে বাকীয়া (রাহঃ) .... ইবরাহীম ও শা’বী নবী করীম (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে সেখানে এর উল্লেখ নেই যে, নবী (ﷺ) তাদের ডাকলে- তারা সাক্ষ্য প্রদান করে।
আশ-শা’বী (রহঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত।
আশ-শা’বী (রহঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত।
باب فِي رَجْمِ الْيَهُودِيَّيْنِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ هُشَيْمٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، وَالشَّعْبِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ لَمْ يَذْكُرْ فَدَعَا بِالشُّهُودِ فَشَهِدُوا .
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ هُشَيْمٍ، عَنِ ابْنِ شُبْرُمَةَ، عَنِ الشَّعْبِيِّ، بِنَحْوٍ مِنْهُ .
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ هُشَيْمٍ، عَنِ ابْنِ شُبْرُمَةَ، عَنِ الشَّعْبِيِّ، بِنَحْوٍ مِنْهُ .
