কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৩৪৮
আন্তর্জাতিক নং: ৪৪০০
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
১৬. পাগলের চুরি বা অন্য কোন অপরাধের শাস্তি সম্পর্কে।
৪৩৪৮. ইউসূফ ইবনে মুসা (রাযিঃ) .... আমাশ (রাহঃ) হতে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তিনি আরো বলেছেনঃ যতক্ষণ না সে জ্ঞান প্রাপ্ত হয়। আর তিনি পাগল সম্পর্কে বলেনঃ যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়। রাবী বলেনঃ একথা শুনে উমর (রাযিঃ) ″আল্লাহু আকবার″ বলেন।
كتاب الحدود
باب فِي الْمَجْنُونِ يَسْرِقُ أَوْ يُصِيبُ حَدًّا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، نَحْوَهُ وَقَالَ أَيْضًا حَتَّى يَعْقِلَ . وَقَالَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يُفِيقَ . قَالَ فَجَعَلَ عُمَرُ يُكَبِّرُ .