কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৩২৩
আন্তর্জাতিক নং: ৪৩৭৪
৪. শরীআতের বিধান অনুযায়ী শাস্তিপ্রাপ্ত ব্যক্তির জন্য সুপারিশ করা সম্পর্কে।
৪৩২৩. আব্বাস ইবনে আব্দুল আযীম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মাখযূমী নারী এক ব্যক্তির নিকট হতে কিছু মাল ধার নেয়ার পর তা অস্বীকার করে। তখন নবী (ﷺ) হাত কাটার নির্দেশ দেন। রাবী লায়ছের বর্ণনা অনুযায়ী, সে মহিলার হাত কেটে ফেলা হয়।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইবনে ওয়াহাব - ইউনুস হতে, তিনি যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন এবং সেখানে লায়ছের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে যে, জনৈক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর মক্কা বিজয়কালে চুরি করেছিল।
রারী লায়ছ - ইউনুছ হতে, তিনি শিহাব (রাহঃ) হতে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন যে, একজন মহিলা কোন এক ব্যক্তির নিকট হতে কিছু ধার নেয় এবং পরে তা অস্বীকার করে। মাসউদ ইবনে আসওয়াদ (রাযিঃ) নবী (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি সেখানে বর্ণনা করেছেন যে, উক্ত মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর গৃহ হতে একটি চাদর চুরি করেছিল।
রারী আবু যুবাইর (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, জনৈক মহিলা চুরি করার পর যয়নাব বিনতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আশ্রয় গ্রহণ করেছিল।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইবনে ওয়াহাব - ইউনুস হতে, তিনি যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন এবং সেখানে লায়ছের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে যে, জনৈক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর মক্কা বিজয়কালে চুরি করেছিল।
রারী লায়ছ - ইউনুছ হতে, তিনি শিহাব (রাহঃ) হতে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন যে, একজন মহিলা কোন এক ব্যক্তির নিকট হতে কিছু ধার নেয় এবং পরে তা অস্বীকার করে। মাসউদ ইবনে আসওয়াদ (রাযিঃ) নবী (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি সেখানে বর্ণনা করেছেন যে, উক্ত মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর গৃহ হতে একটি চাদর চুরি করেছিল।
রারী আবু যুবাইর (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, জনৈক মহিলা চুরি করার পর যয়নাব বিনতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আশ্রয় গ্রহণ করেছিল।
باب فِي الْحَدِّ يُشْفَعُ فِيهِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَتِ امْرَأَةٌ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَطْعِ يَدِهَا وَقَصَّ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ قَالَ فَقَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهَا . قَالَ أَبُو دَاوُدَ رَوَى ابْنُ وَهْبٍ هَذَا الْحَدِيثَ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ وَقَالَ فِيهِ كَمَا قَالَ اللَّيْثُ إِنَّ امْرَأَةً سَرَقَتْ فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ الْفَتْحِ . وَرَوَاهُ اللَّيْثُ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ بِإِسْنَادِهِ فَقَالَ اسْتَعَارَتِ امْرَأَةٌ . وَرَوَى مَسْعُودُ بْنُ الأَسْوَدِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْخَبَرِ قَالَ سُرِقَتْ قَطِيفَةٌ مِنْ بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ امْرَأَةً سَرَقَتْ فَعَاذَتْ بِزَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
