আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৮৮
১২৪৭. আরাফাতের দিনে রোযা পালন করা।
১৮৬৫। মুসাদ্দাদ (রাহঃ) ও আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... উম্মুল ফযল বিনতে হারিস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, কিছুসংখ্যক লোক আরাফাতের দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর রোযা পালন সম্পর্কে তাঁর কাছে সন্দেহ প্রকাশ করে। তাদের কেউ বলল, তিনি রোযা পালন করেছেন। আর কেউ বলল, না, তিনি করেন নাই। এতে উম্মুল ফযল (রাযিঃ) এক পেয়ালা দুধ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠিয়ে দিলেন এবং তিনি তা পান করে নিলেন। এ সময় তিনি উটের পিঠে (আরাফাতে) উকুফ অবস্থায় ছিলেন।


বর্ণনাকারী: