কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
হাদীস নং: ৪২৮৪
আন্তর্জাতিক নং: ৪৩৩৫
১৬. ইবনে সাইয়াদ সম্পর্কে।
৪২৮৪. আব্দুল্লাহ ইবনে জাররাহ (রাহঃ) .... ইবরাহীম থেকে বর্ণিত। তিনি বলেনঃ উবাইদা সালমানী (রাযিঃ) উপরোক্ত হাদীসরে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি সালমানী (রাযিঃ) কে জিজ্ঞাসা করিঃ আপনি কি মনে করেন, মুখতার দাজ্জালের অন্তর্ভুক্ত। তিনি বলেনঃ সে তো তাদের নেতা!
باب فِي خَبَرِ ابْنِ صَائِدٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَالَ عَبِيدَةُ السَّلْمَانِيُّ بِهَذَا الْخَبَرِ قَالَ فَذَكَرَ نَحْوَهُ فَقُلْتُ لَهُ أَتَرَى هَذَا مِنْهُمْ - يَعْنِي الْمُخْتَارَ - فَقَالَ عَبِيدَةُ أَمَا إِنَّهُ مِنَ الرُّءُوسِ .
