কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
হাদীস নং: ৪২৬০
আন্তর্জাতিক নং: ৪৩১১
১২. কিয়ামতের আলামত সম্পর্কে।
৪২৬০. মুসাদ্দাদ (রাহঃ) .... হুযাইফা ইবনে উসায়দ গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরের ছায়ায় বসে ছিলাম। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এ সময় আমাদের কন্ঠস্বর চড়ে গেলে, তখন রাসুসূল্লাহ (ﷺ) বলেনঃ কিয়ামত কখনো হবে না, অথবা কিয়ামত ততক্ষণ কায়েম হবে না, যতক্ষণ না তার পূর্বে দশটি আলামত প্রকাশ পায়। তা হলোঃ
১। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে,
২। দাববাতুল আরদ বের হবে;
৩। ইয়াজুজ মাজুজ বের হবে;
৪। দাজ্জাল বের হবে;
৫। ঈসা ইবনে মারয়াম আসমান থেকে অবতরণ করবে;
৬। ধোঁয়া প্রকাশ পাবে;
৭। তিনটি স্থান ধসে যাবে-পশ্চিমে;
৮। পূর্বে;
৯। আরব উপদ্বীপ এবং
১০। সবশেষে ইয়ামানের আদন প্রান্তর হতে আগুন বের হবে, যা লোকদের সিরিয়ার ’মাহশার’ নামক স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।
১। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে,
২। দাববাতুল আরদ বের হবে;
৩। ইয়াজুজ মাজুজ বের হবে;
৪। দাজ্জাল বের হবে;
৫। ঈসা ইবনে মারয়াম আসমান থেকে অবতরণ করবে;
৬। ধোঁয়া প্রকাশ পাবে;
৭। তিনটি স্থান ধসে যাবে-পশ্চিমে;
৮। পূর্বে;
৯। আরব উপদ্বীপ এবং
১০। সবশেষে ইয়ামানের আদন প্রান্তর হতে আগুন বের হবে, যা লোকদের সিরিয়ার ’মাহশার’ নামক স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।
باب أَمَارَاتِ السَّاعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَهَنَّادٌ، - الْمَعْنَى - قَالَ مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا فُرَاتٌ الْقَزَّازُ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ، - وَقَالَ هَنَّادٌ عَنْ أَبِي الطُّفَيْلِ، - عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا قُعُودًا نَتَحَدَّثُ فِي ظِلِّ غُرْفَةٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْنَا السَّاعَةَ فَارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَنْ تَكُونَ - أَوْ لَنْ تَقُومَ - السَّاعَةُ حَتَّى يَكُونَ قَبْلَهَا عَشْرُ آيَاتٍ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ وَخُرُوجُ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَالدَّجَّالُ وَعِيسَى ابْنُ مَرْيَمَ وَالدُّخَانُ وَثَلاَثُ خُسُوفٍ خَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ تَخْرُجُ نَارٌ مِنَ الْيَمَنِ مِنْ قَعْرِ عَدَنَ تَسُوقُ النَّاسَ إِلَى الْمَحْشَرِ " .


বর্ণনাকারী: