কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩১. ইমাম মাহদীর রাঃ বিবরণ

হাদীস নং: ৪২৩৮
আন্তর্জাতিক নং: ৪২৮৭
ইমাম মাহদীর রাঃ বিবরণ
১. ইমাম মাহদী (আলাইহিস সালাম) সম্পর্কে।
৪২৩৮. হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... কাতাদা (রাহঃ) থেকে এরূপ বর্ণিত আছে। তিনি বলেনঃ মাহদী (আলাইহিস সালাম) নয় বছর জীবিত থাকবেন। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ রাবী মুআয (রাহঃ)-এর বর্ণনা ব্যতীত, হিশাম (রাহঃ)-এর বর্ণনাতেও নয় বছরের উল্লেখ আছে।
كتاب المهدى
باب المهدى
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الْحَدِيثِ وَقَالَ " تِسْعَ سِنِينَ " . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ غَيْرُ مُعَاذٍ عَنْ هِشَامٍ " تِسْعَ سِنِينَ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান