কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩১. ইমাম মাহদীর রাঃ বিবরণ
হাদীস নং: ৪২৩২
আন্তর্জাতিক নং: ৪২৮১
ইমাম মাহদীর রাঃ বিবরণ
১. ইমাম মাহদী (আলাইহিস সালাম) সম্পর্কে।
৪২৩২. ইবনে নুফায়ল (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) এ হাদীস বর্ণনা প্রসঙ্গে আরো অতিরিক্ত উল্লেখ করেন যে, এরপর তিনি তাঁর ঘরে ফিরলে কুরাইশগণ এসে জিজ্ঞাসা করেনঃ এরপর কি হবে? তিনি বলেনঃ তারপর ‘হারাজ’ অর্থাৎ হত্যা ও খুন-খারাবী শুরু হবে।
كتاب المهدى
باب المهدى
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، بِهَذَا الْحَدِيثِ زَادَ فَلَمَّا رَجَعَ إِلَى مَنْزِلِهِ أَتَتْهُ قُرَيْشٌ فَقَالُوا ثُمَّ يَكُونُ مَاذَا قَالَ " ثُمَّ يَكُونُ الْهَرْجُ " .