কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩০. ফিতনাসমূহের বিবরণ ও করণীয়
হাদীস নং: ৪২১৭
আন্তর্জাতিক নং: ৪২৬৬
৩. মুখ বন্ধ রাখা সম্পর্কে।
৪২১৭. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দূস (রাহঃ) থেকে বর্ণিত। যিয়াদ (রাহঃ) তাঁর কান সাদা থাকার কারণে ‘সামীনুন-কুশুন’ বলে তাকে আখ্যায়িত করতো।
باب فِي كَفِّ اللِّسَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْقُدُّوسِ، قَالَ زِيَادٌ سِيمِينْ كُوشْ .


বর্ণনাকারী: