কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৯. আংটি ব্যবহারের বিধান
হাদীস নং: ৪১৭৬
আন্তর্জাতিক নং: ৪২২৪
৪. লোহার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৬. ইবব মুছান্না (রাহঃ) .... আবু জুবাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি রূপা মিশ্রিত লোহা দিয়ে তৈরী ছিল। রাবী বলেনঃ এটি কোন কোন সময় তাঁর হাতে থাকতো এবং কখনো কখনো তা নবী (ﷺ) এর আংটির সংরক্ষক মুআয়কীব (রাযিঃ) এর কাছে থাকতো।
باب مَا جَاءَ فِي خَاتَمِ الْحَدِيدِ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَزِيَادُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالُوا حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ أَبُو عَتَّابٍ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، نُوحُ بْنُ رَبِيعَةَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ الْحَارِثِ بْنِ الْمُعَيْقِيبِ، وَجَدُّهُ، مِنْ قِبَلِ أُمِّهِ أَبُو ذُبَابٍ عَنْ جَدِّهِ، قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ حَدِيدٍ مَلْوِيٌّ عَلَيْهِ فِضَّةٌ . قَالَ فَرُبَّمَا كَانَ فِي يَدِهِ قَالَ وَكَانَ الْمُعَيْقِيبُ عَلَى خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم .


বর্ণনাকারী: