কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়

হাদীস নং: ৪১৬২
আন্তর্জাতিক নং: ৪২১০
১৮. হলুদ রংের খিযাব সম্পর্কে।
৪১৬২. আব্দুর রহীম ইবনে মুতাররিফ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পশম ছাড়া জুতা ব্যবহার করতেন এবং তাঁর দাঁড়ি ‘ওরস’ (এক জাতীয় ঘাস) ও ‘জাফরান’ দিয়ে রঞ্জিত করতেন। আর ইবনে উমর (রাযিঃ)ও এরূপ করতেন।
باب مَا جَاءَ فِي خِضَابِ الصُّفْرَةِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ أَبُو سُفْيَانَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَيُصَفِّرُ لِحْيَتَهُ بِالْوَرْسِ وَالزَّعْفَرَانِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪১৬২ | মুসলিম বাংলা