কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়

হাদীস নং: ৪১৫৯
আন্তর্জাতিক নং: ৪২০৭
১৭. খিযাব সম্পর্কে।
৪১৫৯. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... আবু রিমছা (রাযিঃ) এ হাদিছে বর্ণনা করেন যে, আমার পিতা নবী (ﷺ)-কে বলেনঃ আমি একজন ডাক্তার, আপনার পিঠে কি হয়েছে তা আমাকে দেখান। তখন তিনি বলেনঃ ডাক্তার তো আল্লাহ-ই। তুমি বরং রোগীর একজন বন্ধু। (তিনি আরো বলেনঃ) আসল ডাক্তার তো তিনিই, যিনি একে সৃষ্টি করেছেন।
باب فِي الْخِضَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبْجَرَ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ أَبِي رِمْثَةَ، فِي هَذَا الْخَبَرِ قَالَ فَقَالَ لَهُ أَبِي أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ . قَالَ " اللَّهُ الطَّبِيبُ بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪১৫৯ | মুসলিম বাংলা