কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
হাদীস নং: ৪১৫২
আন্তর্জাতিক নং: ৪২০০
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫২. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য চল্লিশ দিন পর-পর নাভীর নীচের চুল সাফ করার, নখ কাটার, গোঁফ ছাঁটার এবং বোগলের পশম উঠিয়ে ফেলার সময়সীমা নির্ধারণ করে দেন।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে সুলাইমান (রাহঃ) আবু ইমরান হতে, তিনি আনাস (রাযিঃ) থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী (ﷺ) এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে সুলাইমান (রাহঃ) আবু ইমরান হতে, তিনি আনাস (রাযিঃ) থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী (ﷺ) এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا صَدَقَةُ الدَّقِيقِيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الإِبْطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ عَنْ أَنَسٍ لَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وُقِّتَ لَنَا